
ডেক্স রিপোর্ট; দৈনিক গঙ্গাধ্বনিঃ
শীতের হিমেল হাওয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুর রস পানে মেতে উঠলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এর কেন্দ্রীয় নেতা আব্দুল মুনঈম। আজ সকালে নিজ এলাকা রংপুরের গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের একটি খেজুর বাগানে বন্ধু ও সহকর্মীদের সাথে এক আনন্দঘন আড্ডায় অংশ নেন তিনি।
ব্যস্ত রাজনৈতিক জীবনের অবসরে আব্দুল মুনঈম ফিরে যান তার শেকড়ে। বড়বিল ইউনিয়নের বিস্তীর্ণ খেজুর বাগান ঘেরা প্রাকৃতিক পরিবেশে তিনি দীর্ঘক্ষণ সময় কাটান। এ সময় স্থানীয় গাছিদের সংগৃহীত টাটকা খেজুর রস পান করার পাশাপাশি গ্রামবাংলার বিলুপ্তপ্রায় এই ঐতিহ্য নিয়ে স্মৃতিচারণ করেন তিনি।
রস পানের এই আয়োজনটি কেবল খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি পরিণত হয়েছিল সহকর্মী ও শৈশবের বন্ধুদের মিলনমেলায়। আড্ডার ফাঁকে তিনি উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
এ বিষয়ে আব্দুল মুনঈম বলেন:
“শীতের সকালে বা বিকেলে খেজুর রস পান করা আমাদের বাংলার এক প্রাচীন সংস্কৃতি। যান্ত্রিক জীবনের চাপে আমরা এই অনাবিল আনন্দগুলো প্রায় ভুলতে বসেছি। নিজের এলাকার মানুষের সাথে এই মাটির ঘ্রাণ নিতে পেরে আমি আনন্দিত।”
কেন্দ্রীয় এই নেতার এমন সাধারণ এবং আন্তরিক উপস্থিতি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। বড়বিল ইউনিয়নের বাসিন্দারা জানান, রাজনৈতিক ব্যস্ততার মাঝেও নিজ এলাকার ঐতিহ্য ও মানুষের সাথে তাঁর এই নিবিড় যোগাযোগ প্রশংসার দাবি রাখে।
![]()
Leave a Reply