
সাভারে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দোকান ভাঙচুর; বিচার ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমজীবী মায়ের আহাজারি।
ডেক্স রিপোর্ট; দৈনিক গঙ্গাধ্বনিঃ
ঢাকার সাভারে এক গার্মেন্টস শ্রমিকের মেয়েকে ইভটিজিং ও বিয়ের প্রলোভন দেখানোর প্রতিবাদ করায় মডেল মসজিদের কাছে “হাসেঁর মাংস ও রুটির দোকান: আসেন পরিচিত হই” ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সানি নামে এক ড্রাইভারের বিরুদ্ধে। সানি আইনজীবী সুষ্ঠির ব্যক্তিগত ড্রাইভার বলে জানা গেছে। এই ঘটনায় প্রায় ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে। অভিযুক্ত সানি বিবাহিত হওয়া সত্ত্বেও তরুণী মুশফিহা মুনকে উত্যক্ত করে আসছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সানি ড্রাইভার দীর্ঘদিন ধরে আল-মুসলিম গ্রুপের গার্মেন্টস শ্রমিক মোছাঃ ময়ফুল বেগমের মেয়ে মুশফিহা মুনকে ইভটিজিং করে আসছিলেন।
ইভটিজার সানি বিবাহিত এবং তার সন্তান থাকা সত্ত্বেও তিনি মুশফিহা মুনকে বিয়ের প্রলোভন দেখিয়ে উত্যক্ত করতেন।
এই ঘটনার ধারাবাহিকতায়, ইউসুফ নামে এক ব্যক্তির উস্কানিতে সানি ড্রাইভার ভুক্তভোগী পরিবারের ওপর চড়াও হন। ইউসুফ হুমকি দিয়েছিলেন যে, সানি সেখানে আসলে দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। পরবর্তীতে সেই হুমকি অনুযায়ী দোকানটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এতে ওই পরিবারের আয়ের একমাত্র উৎস দোকানটির প্রায় ১৫ হাজার টাকার (ট্রিপল, ডেকোরেশন ও সিমেন্টের চুলা) মালামাল নষ্ট হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, ভাঙচুর হওয়া দোকানের সামনে বসে কান্নাকাটি করছেন তরুণীর মা মোছাঃ ময়ফুল বেগম। আল-মুসলিম গ্রুপের এই পরিশ্রমী শ্রমিক তার শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা। বিলাপ করতে করতে তিনি বলেন, “আমার মেয়েটাকে রাস্তাঘাটে জ্বালানো হতো, মান-সন্মাানের কথা ভেবে কাউকে কিছু বলিনা। এখন আমাদের পেটেও লাথি মারা হলো। আমরা এর ক্ষতিপূরণ ও বিচার চাই।”
ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তারা সাভার থানার ডিবি কর্মকর্তা আশরাফুলকে মৌখিক ভাবে বিষয়টি জানিয়েছেন। ঘটনার পর আশরাফুল ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
সচেতন মহলের দাবি, একজন নারী আইনজীবী সুষ্ঠি’র দাপটে অভিযুক্তরা বেপরোয়া হয়ে উঠেছে। অবিলম্বে সানি ড্রাইভার, আইনজীবী সুষ্ঠি, উস্কানিদাতা ইউসুফ সহ জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে এলাকাকে ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত করার দাবি জানিয়েছেন তারা।
![]()
Leave a Reply