
ইদানীং স্যোশাল প্লাটফর্মে আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা’র সরব উপস্থিতি দেখা যাচ্ছে।
বিনোদন ডেক্স; দৈনিক গঙ্গাধ্বনিঃ
ঢাকাই সিনেমার বর্তমান সময়ের অন্যতম আলোচিত ও সাহসী অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। রংপুরের নীলফামারী অঞ্চলের এই অভিনেত্রী ক্যারিয়ারের শুরু থেকেই নিজের অভিনয় দক্ষতা এবং স্পষ্টবাদী চরিত্রের জন্য তিনি দর্শক মহলে পরিচিত। তবে ইদানীং অভিনয়ের চেয়েও বেশি আলোচনায় থাকছেন তার বৈচিত্র্যময় ফ্যাশন সেন্স এবং ফটোশুট নিয়ে।

সাহসী লুক কিংবা বোল্ড ফটোশুট সোশ্যাল মিডিয়া কাঁপানো উপস্থিতি; সম্প্রতি ভাবনা তার সামাজিক যোগাযোগমাধ্যমে উইন্টার সেজনের বেশ কিছু নতুন ছবি শেয়ার করেছেন, যা নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আধুনিক ও আবেদনময়ী পোশাকে তার এই সাহসী উপস্থিতি নিয়ে কেউ কেউ যেমন প্রশংসা করছেন, তেমনি রক্ষণশীল অনুসারীদের একাংশ তুলছেন ‘অশ্লীলতার’ অভিযোগ। তবে বরাবরই এসব সমালোচনাকে পাশ কাটিয়ে নিজের স্বকীয়তা বজায় রেখেছেন এই তারকা।

বর্তমানে ঢাকার ধামরাইয়ে ভাবনা বেশ ব্যস্ত সময় পার করছেন তার বহুমাত্রিক প্রতিভা নিয়ে।
ভালো গল্প এবং চ্যালেঞ্জিং চরিত্রের খোঁজে থাকা ভাবনা বর্তমানে বেশ কিছু নতুন প্রজেক্টের স্ক্রিপ্ট পড়ছেন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত নতুন কিছু কাজ। অভিনয়ের বাইরেও ভাবনা একজন দক্ষ চিত্রশিল্পী এবং লেখক। তার অবসরের বড় একটি অংশ কাটছে ক্যানভাস আর তুলির সাথে। প্রতি বছর বইমেলায় তার নতুন বইও পাঠকদের মাঝে বেশ আগ্রহ তৈরি করে। পাশাপাশি শাস্ত্রীয় নৃত্যে পারদর্শী ভাবনা নিয়মিত নাচের চর্চাও চালিয়ে যাচ্ছেন।

সমালোচনা বা ট্রল নিয়ে ভাবনা বরাবরই বেশ আত্মবিশ্বাসী। তার মতে, একজন শিল্পী হিসেবে নিজেকে বিভিন্ন রূপে উপস্থাপন করা তার কাজেরই অংশ। পোশাক বা সাজসজ্জা একান্তই ব্যক্তিগত রুচির বিষয় এবং তিনি সৃজনশীলতাকে কোনো নির্দিষ্ট গণ্ডিতে আটকে রাখতে নারাজ।
বিতর্ক আর আলোচনা যাই থাকুক না কেন, ভাবনা প্রমাণ করেছেন তিনি কেবল গ্ল্যামারের পেছনে ছোটেন না, বরং একজন জাত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। তার এই ‘বোল্ড’ ইমেজ কি নতুন কোনো কাজের ইঙ্গিত, নাকি কেবলই আত্মপ্রকাশের মাধ্যম—সে উত্তর সময়ই দেবে।
![]()
Leave a Reply