
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের নতুন নেতৃত্বে খায়রুল, তাওফিক ও রীতা।
মোঃ শাকিল হোসাইন; জাবি (বিশ্ববিদ্যালয়) প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিল–২০২৬ গঠন করা হয়েছে। নবগঠিত কাউন্সিলে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের শিক্ষার্থী মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী মো. তাওফিকুর রহমান এবং গার্ল-ইন-রোভার হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী রীতা আক্তারি।
কাউন্সিলের অন্যান্য পদে সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. নাইম খান, দপ্তর সম্পাদক হিসেবে তারেক আহমদ এবং কোষাধ্যক্ষ হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান দীপ্তি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। সমাজসেবা সম্পাদক পদে একই বিভাগের শাকিল হোসেন মনোনীত হয়েছেন।
এছাড়া নারী বিষয়ক সম্পাদক হিসেবে তাহরিমা কবির লিয়া, পাঠাগার সম্পাদক হিসেবে সানজিদা আক্তার মনি, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে সাবরিন আক্তার ইমু, তথ্যপ্রযুক্তি সম্পাদক হিসেবে মনোয়ার আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে ইস্রাফিল হোসেন, প্রোগ্রাম বিষয়ক সম্পাদক হিসেবে শাহীন আলম এবং সাহিত্য সম্পাদক হিসেবে ৫২ ব্যাচের শিক্ষার্থী আল মিরাজ দায়িত্ব পালন করবেন।
নবগঠিত কাউন্সিলের কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ৫১ ব্যাচের মাহফুজুর রহমান, ৫২ ব্যাচের কামরুল হাসান, প্রলয় সিং, সালমা আক্তার, আমির ফয়সাল এবং ৫৩ ব্যাচের ইহসান জিহাদ।
এই রোভার-ইন-কাউন্সিলের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ভারপ্রাপ্ত শিক্ষক শবনম ফেরদৌসী।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তাওফিকুর রহমান বলেন,
“রোভার স্কাউটিং কেবল একটি সংগঠন নয়; এটি মানবিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার একটি কার্যকর মাধ্যম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপকে আরও গতিশীল ও কার্যকর করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। রোভারদের দক্ষতা বৃদ্ধি, সামাজিক সেবা কার্যক্রম সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”
এছাড়াও নবনির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ রোভার স্কাউটিংয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে শৃঙ্খলা, নেতৃত্ব বিকাশ এবং সমাজসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।
![]()
Leave a Reply